বিনোদন

উচ্চারণ নিয়ে ঝামেলায় প্রিয়াঙ্কা!


এফবিআই ট্রেনিং এজেন্ট থেকে কাশিবাই, আমেরিকা থেকে সোজা মহারাষ্ট্র- এ রকম ৩৬০ ডিগ্রি পরিবর্তনে একটু সমস্যাতেই পড়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এতসব করতে করতে নিজে কীভাবে কথা বলেন তাই নাকি ভুলতে বসেছেন প্রিয়াঙ্কা!

বেশ কয়েক মাস ধরে আমেরিকায় এক সিরিয়ালের শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। সেখানে এক এফবিআই ট্রেনিং এজেন্টের ভূমিকায় অভিনয় করতে হয়েছিল তাঁকে। স্বাভাবিকভাবেই এখানে আমেরিকান উচ্চারণে কথা বলতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। সে পর্ব মিটেছে। আবার ঘরের মেয়ে ঘরে ফিরেছেন। ফেরা মাত্রই যোগ দিয়েছেন কাজে। এবার করছেন সঞ্জয় লীলা বানশালির ‘বাজিরাও মস্তানি’ ছবির কাজ। সেখানে তিনি রাজরানি কাশিবাই। খাঁটি মহারাষ্ট্রের উচ্চারণেই তাঁকে কথা বলতে হচ্ছে এখানে। তাই আমেরিকান অ্যাকসেন্ট থেকে কাশিবাই হয়ে উঠতে গিয়ে সমস্যায় পড়তে হলো তাঁকে। এত কম সময়ের মধ্যে এত বড় পরিবর্তন নিজের মধ্যে ঘটাতে গিয়ে চাপে পড়ে গিয়েছিলেন। তবে দক্ষ অভিনেত্রী প্রিয়াঙ্কা সেসব সামলে নিয়েছেন। শুধু মাঝখান থেকে মজা করে বলেছেন, এত রকম উচ্চারণে কথা বলতে গিয়ে, নিজে যে কেমনভাবে কথা বলতেন তাই বোধহয় ভুলতে বসেছেন।