রফিকুল ইসলাম আকাশ , যুক্তরাষ্ট্র থেকেঃ ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবে ।ডিএমভি এলাকার সকল সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত আয়োজনে, আগামী ২৩শে ফেব্রুয়ারি রোজ শনিবার সন্ধ্যা ৫টায় , কেনমোর মিডল স্কুলের অডিটোরিয়ামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নিমিত্তে বৃহত্তর ওয়াশিংটন ডিসির প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত হতে অনুরোধ জানানো হয়েছে।
মাতৃভাষা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বাংলাদেশ দুতাবাসের ডেপুটি চীপ মিশন মাহবুব হোসেন সালেহ।বিশেষ অতিথি হিসেবে থাকবেন আর্লিংটন কাউন্টি চেয়ারম্যান মারশা সেম্মেল। অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরীর কবর নাটক মঞ্চায়িত হবে, পরিচালনা করবেন শামীম চৌধুরী ।
স্থান – কেনমোর মিডল স্কুল
২০২ সাউথ কার্লিন স্প্রি রোড, আর্লিংটন
ভার্জিনিয়া ২২২০৪
তারিখ – ২৩ ফেব্রুয়ারি, শনিবার সময়- সন্ধ্যা ৫টা
ডিসি একুশে এলায়েন্স সদস্য সংগঠনঃ
☑️আমরা বাঙালী ফাউন্ডেশন
☑️আমেরিকান এসোসিয়েশন অফ বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস
☑️ বাংলাদেশ আমেরিকান কালচারাল অর্গানাইজেশন ডিসি
☑️ বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকা ইঙ্ক (বাই)
☑️ বাংলাদেশ এসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি )
☑️ বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ইঙ্ক, (বিসিসিডিআই বাংলা স্কুল)
☑️ বাংলাদেশ আমেরিকান ইন্টেলেক্চুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (বাইপো)
☑️ বাংলাদেশী এন্ট্রেপ্রুনার্স সোসাইটি অফ ট্যালেন্টস
☑️ বর্ণমালা শিক্ষাঙ্গন
☑️ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম ইঙ্ক (চুয়াফি)
☑️ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম ইঙ্ক (ডুয়াফি)
☑️ ধ্রুপদ ইঙ্ক
☑️ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ডি.এম.ভি. ইঙ্ক
☑️ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ইঙ্ক
☑️ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ ডিসি
☑️ নিউজ বাংলা
☑️ পিপল এন টেক ফাউন্ডেশন
☑️প্রিয়বাংলা ইঙ্ক
☑️স্বদেশ বাংলাদেশ
You must be logged in to post a comment.