বিনোদন

আজ ছায়ানটে পূজার নাচ


প্রতিবারের মতো এবারো দুই দিনব্যাপী নৃত্যোৎসবের আয়োজন করেছে ছায়ানট। 11391177_949100878475063_4487727953673780185_nআজ ও আগামীকাল চলবে এই উৎসব। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ
অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করবেন দেশের জনপ্রিয় সব নৃত্যশিল্পীরা। তাদের মদ্যে কত্থক নৃত্য করবেন মুনমুন আহমেদ, সাজু আহমেদ, তাবাসসুম আহমেদ, স্নাতা শাহরীনসহ অনেকে। মনিপুরী নৃত্য করবেন শর্মিলা বন্দোপাধ্যায়ের দল, তামান্না রহমান, ওয়ার্দা রিহাব, সামিনা হোসেন প্রেমাসহ আরো কয়েকজন। ওড়িশি পরিবেশন করবেন বেনজির সালাম, তাথৈসহ আরো কয়েকজন। আর ভরতনাট্যম করবেন বেলায়েত হোসেন, অমিত চৌধুরী, পূজা সেনগুপ্ত। পূজা বলেন, ‘আমি আজ ভরতনাট্যম পরিবেশন করব। নাচের মাধ্যমে বিশিষ্ট ভরতনাট্যমশিল্পী রুক্ষিনী দেবীকে স্মরণ করব আমি। আশাকরি সবার এই পরিবেশনা ভালো লাগবে।’
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।